জ্বলছে বাংলাদেশ, এবার ঢাকার ইসকন সেন্টারে আগুন
Bangladesh is burning, this time a fire broke out at the ISKCON center in Dhaka

Truth Of Bengal: বাংলাদেশে অশান্তি থামার নাম নেই। সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বেড়েই চলেছে । হামলা চালানো হচ্ছে একের পর এক মন্দিরে। এবার ঢাকার এক ইসকন সেন্টারে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা।
কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানান, ঢাকার ইসকনে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। পুড়ে গেছে লক্ষ্মী নারায়ণের মূর্তি।
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। পাশাপাশি, ইসকনকে নিষিদ্ধ করার দাবি, সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় হিংসার আগুন আরও ছড়িয়ে পড়েছে। এই আবহে আবারও হামলা চালানো হল মন্দিরে।
কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এক্স হ্যান্ডেলে জানান, ‘বাংলাদেশে আরও এক ইসকনের নামহাট্টা সেন্টার পুড়ে গিয়েছে। ঢাকায় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের মন্দিরের ভিতরের সমস্ত জিনিসপত্রও সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। আজ ভোর ৩টের মধ্যে, দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মীনারায়ণ মন্দিরে আগুন লাগিয়ে দেয়। মন্দিরের পিছনের টিনের ছাদ ভেঙে পেট্রোল বা অকটেন ব্যবহার করে আগুন লাগানো হয়।’
এদিকে, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশকে কড়া বার্তা দিচ্ছে দিল্লি। এই পরিস্থিতির মধ্যেই আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে যাচ্ছেন বিদেশসচিব বিক্রম মিশ্রি।