দার্জিলিং সফরে মমতার মুখে ‘ডার্লিং-চার্মিং’, কাদের উদ্দেশ্যে এমন বললেন মুখ্যমন্ত্রী
Darjeelings Front's 'Darling-Charming', says Chief Minister in his address

Truth Of Bengal: বুধবার সকালে দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়ে পদ্মজা নায়ডু জ়ুলজিক্যাল পার্কের সামনে থামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিড়িয়াখানায় সদ্য জন্ম নেওয়া দুটি তুষারচিতা শাবককে দেখে আনন্দিত মুখ্যমন্ত্রী তাদের নামকরণ করেন। শাবকগুলির নাম দেওয়া হয়েছে ‘ডার্লিং’ ও ‘চার্মিং’। শুধু তাই নয়, চারটি রেড পান্ডার শাবকেরও নামকরণ করেন মমতা। তাদের নাম দেওয়া হয়েছে পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি।
গত জুলাই মাসে পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে এই চারটি রেড পান্ডা ও দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম হয়। মুখ্যমন্ত্রীর দেওয়া নামগুলোতে খুশি পার্ক কর্তৃপক্ষ। এর ফলে পার্কে তুষারচিতার সংখ্যা বেড়ে এখন ১১ এবং রেড পান্ডার সংখ্যা ১৯।
তুষারচিতা ও রেড পান্ডার পাশাপাশি দার্জিলিং চিড়িয়াখানায় হিমালয়ান নেকড়ে, টাকিন, হিমালয়ান নীল ভেড়া এবং হিমালয়ান থরের মতো বিরল প্রাণীর কৃত্রিম প্রজননও সফল হয়েছে।
এদিন সকালে ম্যালের পাশের মার্কেট কমপ্লেক্সেও ঘুরে বেড়ান মুখ্যমন্ত্রী। রাস্তার দুই পাশে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। ছোটদের হাতে চকোলেট তুলে দেন এবং স্থানীয় জিনিসপত্র কেনাকাটা করেন মমতা।