আন্তর্জাতিক

মেক্সিকোয় দুষ্কৃতী হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ১০,আহত ৭

10 dead, 7 injured in random shooting in Mexico

Truth of Bengal: মেক্সিকোয় চললো এলোপাথাড়ি গুলি। বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছে ১০ জন। এর পাশাপাশি আরও ৭ জন গুরতর জখম। মোট ৪ জন দুষ্কৃতী হামলা চালায় বলে সূত্রের খবর। বারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

জানা যায়, একেবারে ভোররাতে মেক্সিকোর কুয়েরেতারোর একটি বারে আসে একদল দুষ্কৃতী। বারে ঢুকেই আচমকা গুলি চালাতে শুরু করে তারা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় ১০ জনের, যাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন মহিলা। পাশাপাশি জখম হয় ৭ জন। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তবে ততক্ষনে এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বন্দুকধারী দুষ্কৃতীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলিও উদ্ধার করে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসনিক আধিকারিকরা।

কর্তৃপক্ষের মতে হামলায় ব্যবহৃত গাড়িটি পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এই হামলা কোনো গ্যাংয়ের দ্বারা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। বারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার প্রক্রিয়া জারি রেখেছে পুলিশ।

এই হামলার জেরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। হামলার সময়কার ছবি ধরা পড়েছে সেই ভিডিওতে। ক্যাপশনে লেখা রয়েছে,”জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিশ্চিত করেছে যে অন্তত চারজন সশস্ত্র লোক, আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে, একটি পিকআপ ট্রাকে এসেছিলেন।”

Related Articles