কলকাতা

আর কিছুক্ষণেই শুরু হবে আরজি কর মামলার শুনানি

The hearing of the RG Kar case will begin shortly

Truth Of Bengal: সময়ের অপক্ষা। আর কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি শুরু হতে চলেছে।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে শুরু হতে চলেছে শুনানি।মঙ্গলবার দিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির কথা থাকলেও তীরে এসে তরী ডুবল।

শেষলগ্নে এসে শুনানিস্থগিত হয়ে যায়।প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার  দিন সর্ব প্রথমে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা। প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হতে চলেছে বুধবার দিন।বুধবার দিনসিভিক ভলান্টিয়ার নিয়ে রাজ্য সরকারের হলফনামা দেওয়ার কথা রয়েছে।

সেইসাথে হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে রাজ্য কী পদক্ষেপ গ্রহণ করেছে তাও এদিন আদালতকে অবহিত করার কথা রয়েছে। পৌনে ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসেছে বলে খবর। আর কিছুক্ষণের মধ্যেই এই বেঞ্চে শুরু হবে আরজি কর মামলার শুনানি। প্রসঙ্গত, মঙ্গলবারের শুনানিতে তদন্তের গতিপ্রকৃতি বিষয় সম্পর্কেসিবিআইয়ের স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। তবে তা সম্ভব হয়নি। জানা যাচ্ছে শুক্রবার তা পেশ করা হতে পারে।

Related Articles