মুখ্যমন্ত্রীর ঘোষণামতো কাজ শুরু দেউচা পাচামিতে
Work begins at Deucha Pachami as announced by the Chief Minister

Truth Of Bengal: শিল্প মানচিত্রে নয়াসংযোজন ঘটল বীরভূমের দেউচা পাচামিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো শুরু হয়ে গেল দেউচাপাচামিতে কাজ। লক্ষ্মীবারে জেলাশাসক বিধান রায়ও পুলিশ সুপার আমনদীপের উপস্থিতিতে শুরু হয় ভিতপুজো।জেলাশাসক জানান,পরিকাঠামো একেবারে প্রস্তুত রয়েছে,এলাকার মানুষ,ব্যাসল্ট-ব্ল্যাকস্টোন উত্তোলন করতে পারবেন। জমিদাতাদের চাকরির মতোই স্থানীয়দের যে কাজের সুযোগ মিলবে তাও আশ্বস্ত করেন জেলাশাসক।
লক্ষ্নীবারে বীরভূমের খনি শিল্পের ভিতপুজো হয়ে গেল।স্থানীয় মানুষের সহযোগিতায় এই খনি শিল্পের কাজ শুরু হওয়ায় বীরভূমের মানুষকে স্যালুট করছি বলে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে থাকা এই শিল্প প্রকল্পে স্থানীয় মানুষকে যুক্ত করেই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে রাজ্য সরকার।
১০হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ মোতাবেক জমিদাতাদের দেওয়া হয় চাকরি। কর্মসংস্থানের খনিকে শক্তিশালী করতে দেউচা পাচামির মানুষকে পুনর্বাসনও দিতে চায় প্রশাসন।বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষদের জেলাশাসক বিধান রায় কাজ শুরুর বিষয়টি তুলে ধরেন।
জেলাশাসক জানালেন,সামগ্রিক শিল্প প্রকল্প রূপায়িত হলে এই এলাকার আর্থ-সামাজিক বিকাশ হবে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বীরভূমের দেউচা-পাচামিতে শুরু হয়ে গেল কাজ। তাতে খুশি জেলার আদিবাসী মানুষেরা।