কী নিয়ে পালাচ্ছিল গাড়িটি? পুলিশি তাড়ায় ধাক্কা মারল পোস্টে, তল্লাশি চালাতেই পর্দা ফাঁস
What was the car running away with? In the police chase, the post was hit, the screen leaked while searching

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার বিরাট সাফল্য। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি ছোট হাতি গাড়ি দ্রুত গতিতে মাজদিয়া বাজারের যাওয়ার চেষ্টা করলে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। গাড়িটি পুলিশের কথায় কর্ণপাত না করে দ্রুতগতিতে চালিয়ে চলে চলে যাওয়ার চেষ্টা করে। কৃষ্ণগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে সন্দেহজনক ওই গাড়িটিকে তাড়া করলে মাজদিয়া পূর্ণগঞ্জ এলাকায় দ্রুতগতিতে গাড়িটি গিয়ে একটি লাইট পোস্টে ধাক্কা মারে। ড্রাইভার পালিয়ে যায়।
এরপর কৃষ্ণগঞ্জ থানার পুলিশ গাড়িটিকে ঘিরে রাখে। পরবর্তীতে জিসিপি নিয়ে গিয়ে গাড়িটাকে তুলে নিয়ে আসে কৃষ্ণগঞ্জ থানায়। স্থানীয় পঞ্চায়েত সদস্যর উপস্থিতিতে ওই গাড়িটিকে পুলিশ রিকভারি করে। পুলিশ সূত্রে জানা গেছে ওই গাড়িতে প্রচুর পরিমাণে ফেন্সিডিল রয়েছে। যদিও গাড়ির ড্রাইভার ও ফেন্সিডিল ব্যবসায়ীদারের কোন খোঁজ পাওয়া যায়নি। আর এই ঘটনার পর থেকে দ্রুত তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। যদিও নদীয়ার কৃষ্ণগঞ্জ সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যেই বিভিন্ন পাচারকারীরা অবৈধ ভাবে পাচারের কাজের সাথে যুক্ত থাকে। কখনো সোনা পাচার করা হচ্ছে, কখনো আবার মাদকদ্রব্য। আর বেআইনি পাচারকারীদের জব্দ করতে সদা তৎপর পুলিশ প্রশাসন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় দিন রাত এক করে করা পাহারায় রয়েছে বিএসএফ জাওয়ানরা, তবুও চোখে ধুলো দিয়ে একের পর এক বেড়েই চলেছে অবৈধ চোরাকার বাড়ি। যদিও পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধ পাচারকারীরা পাচার করার সময় পড়ছে হাতেনাতে ধরা।