রাজ্যের খবর

ওয়েস্ট ম্যানেজ মেন্টের পরিকল্পনা, পরিবেশবান্ধব প্রকল্প রুপায়ন

Waste management planning, environment friendly project formulation

The Truth of Bengal: স্বাধীনতা দিবসের আগে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সূচনা হল বারাসত ১ নম্বর ব্লকের পশ্চিম খিলোকপুরও ইছাপুর নীলগঞ্জে। পঞ্চদশ অর্থ কমিশনের বকেয়া কাজ দ্রুত শেষ করার লক্ষ্য নিয়েছে প্রশাসন।কোটরা পঞ্চায়েত এলাকায় অগ্রাধিকারের ভিক্তিতে বর্জ্য নিষ্কাশনে এগিয়ে এসেছে প্রশাসন। কয়েক দিন আগেই পঞ্চদশ অর্থ কমিশনের টাকার বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল রাজ্য পঞ্চায়েত দপ্তর। এরপরেই  তত্পর হন উত্তর চব্বিশ পরগনা জেলা  প্রশাসনের কর্তারা।

রাজ্য সরকারের প্রকল্পের বকেয়া কাজ ১৫ আগষ্টের মধ্যে শেষ করার যন্ত্র জেলার প্রতিটি ব্লক আধিকারিককে নির্দেশ দিয়েছিলেন জেলা শাসক। এরপরেই বারাসত ১ নম্বর ব্লকের পশ্চিম খিলোকপুর এবং ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন হয়। বুধবার কোটরা পঞ্চয়েতে এই প্রকল্পের কাজ শুরুর জন্য বেছে নেওয়া হয় বলে  জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিন দুটি প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এতদিন পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বাড়ির নোংরা,আবর্জনা যত্রতত্র ফেলে দিতেন।

এর ফলে পরিবেশ অপরিচ্ছন্নতার জন্য  ডেঙ্গি সহ বিভিন্ন পতঙ্গবাহী রোগের সংক্রমণ ঘটত।  রাজ্যের মুখ্যমন্ত্রীও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে খুব গুরুত্ব দিয়েছেন।তাই পুরসভার পাশাপাশি পঞ্চায়েত এলাকাতেও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করতে উদ্যোগী হয়েছেন তিনি। পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজী পল্লি এলাকায় সাড়ে সাত কাটা জমির উপর তৈরি হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প।

প্রাথমিক ভাবে পঞ্চায়েতের সাতটি বুথ এলাকা নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে। এরফলে প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবেন  ।পঞ্চায়েতের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল নোংরা আবর্জনা ফেলার জন্য নীল এবং সবুজ বালতি নেতাজী পল্লীর প্রতিটি বাড়ির মহিলাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রতিটি বাড়ি থেকে ময়লা ,আবর্জনা সংগ্রহ করার পর পশ্চিম খিলকাপুরের এই প্রকল্পে ফেলা হবে।ইতিমধ্যেই বাড়ির আবর্জনা সংগ্রহের জন্য চারটি গাড়ি চালু করেছে পঞ্চায়েত।পরবর্তীতে পচনশীল সামগ্রী থেকে জৈব সার তৈরির পরিকল্পনাও রয়েছে পঞ্চায়েতের। তবে,এই প্রকল্পে প্রবেশের রাস্তা ,বাউন্ডারি সহ সাব মার্শাল বসানোর কাজ বাকি। সেগুলোও দ্রুত শেষ করা হবে বলেই পঞ্চায়েত সূত্রে জানা গেছে।

Related Articles