রাজ্যের খবর

ফের উত্তপ্ত বিশ্বভারতী, তালা ঝুলিয়ে ক্লাস বয়কট পড়ুয়াদের

Visva Bharati is hot again, the students are boycotting the class by hanging the locks

The Truth Of Bengal : সৌতিক চক্রবর্তী, বীরভূম: বিশ্বভারতীর পার্সিয়ান উর্দু এবং ইসলামিক স্টাডিজ ভাষাভবন বিভাগের এক প্রফেসরের বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। শুধু তাই নয় এর পাশাপাশি তাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে এই বিভাগের তিন ছাত্রী আগেই শান্তিনিকেতন থানায় এবং বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। যদিও এখনো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে পড়ুয়াদের দাবি।

অভিযুক্ত প্রফেসর আবদুল্লা মোল্লা কেন এখন বহিস্কার হলো না ? কেন পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি ? সেই প্রশ্ন তুলে সোমবার ক্লাস বয়কট করল পড়ুয়ারা। পাশাপাশি ওই প্রফেসরকে তার কক্ষ থেকে বের করে তালা ঝুলিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে পড়ুয়ারা। এদিকে পরিস্থিতি সামাল দিতে আসে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা।

অভিযুক্ত প্রফেসর আবদুল্লা মোল্লা জানান,“ সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আমাকে ফাঁসানো হচ্ছে।”

এদিকে হোয়াটসঅ্যাপে সমস্ত অশ্লীল ম্যাসেজ বের করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগকারী ছাত্রীরা জানান,“ যতক্ষন পদক্ষেপ না নেওয়া হবে ততক্ষণ আমরা ক্লাস করবো না। আমরা চাই ওই প্রফেসরকে বহিস্কার করুক কর্তৃপক্ষ।”

Related Articles