রাজ্যের খবর

 অমবস্যার ভরা কোটালের জেরে জলে প্লাবিত সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা

Dam water is locality

The Truth of Bengal: পূর্ণিমার ভরা কোটালে জল বাড়লেই বাঁধ ভাঙে।সুন্দরবনের নানা অংশে এই ঘটনা বারবার দেখা গেছে।এমনকি বাঁধের জল  লোকালয়ে  ঢুকেও পড়ে।সুন্দরবনের মতো বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা দ্বীপকে রক্ষা করতে ব্লুপ্রিন্ট রচনা করা কেন্দ্রের প্রয়োজন।পরিবেশবিদ থেকে রাজ্য সরকার বারবার বললেও কেন্দ্রের কোনও হুঁশ নেই।যারজন্য হেরিটেজ দ্বীপ অঞ্চলের মানুষকে ফিবছর ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

সেই দুর্ভোগের মুখে পড়লেন সন্দেশখালির মণিপুর পঞ্চায়েত এলাকার মানুষ। রায়মঙ্গল ও বড় কলাগাছি নদীর  ৩০০ ফুট বাঁধ ভাঙায় গ্রামের পর গ্রামে জল ঢুকতে শুরু করেছে।নোনা জলের জন্য আয়লা.আমফানে ক্ষতি হয়,আবারও সেই দুঃসহ স্মৃতি যেন উস্কে উঠেছে।দুর্যোগের মেঘ ঘনালেই ভয়ের আশঙ্কা থাকে।প্লাবিত হওয়ার দুর্ভাবনা তাড়া করে বেড়ায়।কখন যে জমি-বাড়ির সঙ্গে আস্ত জনপদ, রাক্ষুসে নদীর গ্রাসে চলে যাবে তা নিয়ে ঘুম ছুটতে শুরু করেছে উপকূলের মানুষের।

অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার ভাবনা নিচ্ছে প্রশাসন। জনতা সিঁদুরে মেঘ দেখতে থাকায় জনপ্রতিনিধিরা বাঁধ  পরিদর্শন করেন।বসিরহাটের সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার শান্তনু মন্ডল জানান, নদীর বাঁধ ,ভাঙায় বাঁধ মেরামতির কাজ চলছে।শিগিগিরি সংস্কার করা যাবে।প্রতিবছরের এই বাঁধ বিপত্তি কাটাতে কেন্দ্রের কাছে  স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে শুরু করেছে।

Related Articles