রাজ্যের খবর

নজিরবিহীন পদক্ষেপ, অচলাবস্থা কাটাতে চিকিৎসকদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী

Unprecedented steps, the position of doctors to break the deadlock, the Chief Minister on stage

Truth Of Bengal, Barsa Sahoo : সল্টলেকে স্বাস্থ্য ভবনে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের সঙ্গে দেখা করতেই তিনি সেখানে পৌঁছেছেন। রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী।

এরপর মমতা বলেন, ‘‘আমার নিরাপত্তাজনিত বারণ থাকা সত্ত্বেও নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। ছাত্র আন্দোলন থেকে আমি উঠে এসেছি। কাল ঝড়জল হয়েছে। আপনারা যে ভাবে বসে আছেন, আমার কষ্ট হচ্ছে। ৩৪ দিন ধরে বসে আছেন। আমিও রাতের পর রাত ঘুমোইনি। আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘যদি আপনারা কাজে ফিরতে চান, আমি কথা দিচ্ছি, আপনাদের দাবিগুলি সহানুভূতির সঙ্গে বিবেচনা করব। আমি একা সরকার চালাই না। সকলের সঙ্গে আলোচনা করব। যদি কেউ দোষী হন, শাস্তি পাবেন। সিবিআইকে অনুরোধ করব, দোষীদের ফাঁসি হোক। কেউ দোষী থাকলে নিশ্চয় ব্যবস্থা নেব। এটুকু বলতে এসেছি।’’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আপনারা আমাদের ঘরের ভাইবোন। আমি কোনও অবিচার হতে দেব না। সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে। তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছি। আরজি করের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম। নতুন করে তৈরি করা হবে। বাকি আপনাদের যা দাবি আছে, যদি সত্যি কেউ দোষী হয়, তারা শাস্তি পাবে। কেউ আমার বন্ধু বা শত্রু নয়। যাঁদের আমার বন্ধু বলছেন, আমি তাঁদের চিনিই না। প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা এসেছেন। সাধ্যমতো পদক্ষেপের চেষ্টা করব। আপনারা কাজে ফিরুন। আমি কোনও আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ করব না।’’

মমতা বলেন, ‘‘সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। কোনও পদক্ষেপ আপনাদের বিরুদ্ধে করা হবে না। এখন আমি মুখ্যমন্ত্রী হিসাবে এখানে আসিনি। আন্দোলনের সমব্যথী হিসাবে এসেছি। বড় দিদি এসেছি। আমাকে সময় দিন। ভাল থাকুন।’’

ধর্নামঞ্চে আন্দোলনকারীদের যা খাবার দেওয়া হচ্ছে, নির্বিচারে তা না খাওয়ার অনুরোধ করেছেন মমতা। তিনি বলেন, ‘‘আপনাদের কাছে আসা মানে নিজেকে ছোট করা নয়। বড় করা। এটা আমার শেষ চেষ্টা।’’

  • অচলাবস্থা কাটাতে নজিরবিহীন পদক্ষেপ
  • স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী
  • ৫ দিন ধরে অবস্থান বিক্ষোভে জুনিয়র চিকিৎসকরা
  • আচমকে ধরনাস্থলে মুখ্যমন্ত্রী
  • বৃহস্পতিবার নবান্নে বৈঠক ভেস্তে যাওয়ার ২ দিন পর সরাসরি জুনিয়র ডাক্তারদের অনস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী
  • আমি আন্দোলনের ব্যাথা বুঝি: মমতা
  • আন্দোলন, কর্মবিরতির ৩৫তম দিনে ধর্ণাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
  • মুখ্যমন্ত্রীকে দেখে “We Want Justice” স্লোগান আন্দোলনকারীদের
  • আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, অবস্থান মঞ্চে বললেন মমতা
  • আমি অনেক চিন্তা করেই আপনাদের কাছে এসেছে : মমতা
  • আমি আপনাদের আন্দোলনকে কুর্ণেশ জানাই : মমতা
  • আমি যখন এসেছি, কাজ করবোই বললেন মমতা
  • এত প্রাকৃতিক দুর্যোগের সাথে আপনারা এখানে এসে আন্দোলন করছেন তার জন্য কুর্ণেশ জানাই : মমতা
  • আপনাদের কষ্ট হয়েছে, আমিও ঘুমাতে পারিনি: মমতা
  • আপনাদের দাবি নিয়ে অফিসারদের সাথে কথা বলব
  • অনেক চিন্তা করেই এখানে এসেছি
  • আমি ছাত্র আন্দোলনকে সমর্থন করি
  • আমি কোনো অবিচার করব না, আর কষ্ট না করে কাজে ফিরুন :মমতা
  • আমার উপর ভরসা রেখে কাজে ফিরুন: মমতা
  • সারারাত ঝড়-বৃষ্টি হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, আমিও ঘুমাতে পারিনি। দোষীরা শাস্তি পাবেই: মমতা
  • কোনও ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে আমি : মমতা
  • মুখ্যমন্ত্রী হিসাবে নয়, দিদি হিসাবে বলতে এসেছি, কাজে ফিরুন : মমতা
  • আপনাদের প্রয়োজন আমাদের, সহযোদ্ধা হিসাবে আপনাদের কাছে এসেছি বললেন মমতা
  • সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হল। আরজি করের রোগী কল্যাণ সমিতিও ভেঙে দিলাম, জানালেন মুখ্যমন্ত্রী
  • দুর্নীতির কোনও টেন্ডার আমার কাছে আসেনি: মমতা
  • আপনাদের কাছে আসা মানে ছোট যাওয়া নয়: মুখ্যমন্ত্রী
  • আস্তে আস্তে সব দাবি পূরণ করব: মমতা
  • ৫ দফা দাবিতে অনড় চিকিৎসকরা
  • ৫ দফা দাবি নিয়ে আলোচনায় বসতে চাই : মমতা
  • মুখ্যমন্ত্রী আলোচনার সদিচ্ছা প্রকাশ করেছেন: আন্দোলনকারী
  • মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানাই: আন্দোলনকারী
  • মুখ্যমন্ত্রী যেখানে বলবেন সেখানেই আলোচনায় বসতে রাজি: আন্দোলনকারী
  • সুপ্রিম করতে মামলা চলছে, চাই না আপনাদের কোন ক্ষতি হোক: মমতা
  • যদি আরও কাউকে দোষী পাই, তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব: মমতা

Related Articles