রাজ্যের খবর

মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নং ব্লক সহ , শ্রীরামপুরের ভার্চুয়াল ভাবে একাধিক প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

Tuesday, the Chief Minister virtually laid the foundation stone of several projects in Srirampur, including Purvasthali Block 1 of East Burdwan.

Bangla Jago Desk , মনিরুল ইসলাম ,পূর্ব বর্ধমান : মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার অন্যান্য জায়গার মত পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দশটি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই শিলান্যাসে হাসপাতালের ১০০ টি শয্যার খাট , ফেরিঘাটের জেটি,গেস্ট হাউস সহ ব্লক প্রাইমারী হেল্থ ইউনিটের মত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন তিনি ।

এই ভার্চুয়াল উদ্বোধনটি  হয় পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের জালুইডাঙা ফেরিঘাটে l জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে তা দেখানো হল।এই ফেরিঘাট জেটির উদ্বোধন করলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার পূর্বস্থলী ১ অন্তর্গত জালুইডাঙা-কিশোরীগঞ্জ, জেটির ও উদ্বোধন হল মঙ্গলবার । এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালার মহাকুমা শাসক শুভ আগয়াল পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা।

এছাড়াও পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নং ব্লকের পাশাপাশি শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালের ১০০ শয্যার নবনির্মিত অতিরিক্ত ওয়ার্ডের উদ্বোধন হল মঙ্গলবার । চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে যা একটা মাইলস্টোন হয়ে থাকলো। শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে এই শিলান্যাস হওয়ায় ওখানকার স্থানীয় বাসিন্দারা ভীষন উপকারী হয়েছে । কারন , ওই হাসপাতালটিতে বরাবরই রোগীর চাপ থাকে।তাই রোগীদের চিকিৎসায় শয্যা বাড়ানোর ভীষণ প্রয়োজন ছিল । শুধুমাত্র শ্রীরামপুর নয় , নদীয়া জেলা লাগোয়া এই হাসপাতালে প্রতিদিনই হাজার হাজার রোগী ভিড় করেন।এছাড়াও ওই হাসপাতালেরই অধীন ব্লক প্রাইমারী হেল্থ ইউনিটেরও উদ্বোধন হল।

Free Access

 

Related Articles