
The Truth of Bengal: ভাঙড়ে এক তৃণমূল কর্মীর মৃত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম সাবিরুল মোল্লা। বাড়ি চন্দনেশ্বর থানা এলাকার বাজাআইট গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাগলাহাট এলাকায় একটি খালে মৃত দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে চন্দনেশ্বর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাজাআইট এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ছিলো সাবিরুল। যুব তৃণমূল কংগ্রেস করতেন তিনি। পরিবারের অনান্য সদস্যরা সক্রিয় তৃণমূল কংগ্রেস করেন। গত দুদিন ধরে তাঁকে পাওয়া যাচ্ছিলো না। এদিন দেহটি শনাক্ত করার জন্য পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা চিহ্নিত করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।