রাজ্যের খবর
Trending

বারুইপুরে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের কোপ

Trinamool worker attacked with sharp weapons in Baruipur

The Truth Of Bengal : মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েত এর চারু মেডিকেল এর কাছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

সূত্রের খবর, সইদুল মোল্লা নামে এক তৃনমূল কর্মী মাঠে কাজ করতে গেছিলেন। এরপর কাজ সেরে বাইক চেপে বাড়ি ফেরার পথে বারুইপুরের বেলেগাছি পঞ্চায়েত এর চারু মেডিকেল সংলগ্ন এলাকায় ওই তৃণমূল কর্মীকে কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। শুধু তাই নয় তাকে গুলি চালানোর ও চেষ্টা করা হয় কিন্তু সৌভাগ্যবসশত তা লক্ষ্য ভস্ট হয়। এরপর ওই তৃণমূল কর্মী সমর্থক মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দৌড়ে এসে আহত সইদুলকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

এদিকে আহত তৃণমূল কর্মীর অভিযোগ, এলাকার যুব সভাপতি কারিমুল্লার মদতে এই হামলা চালানো হয়। এরপর বারুইপুর থানার পুলিস ঘটনা স্থলে গিয়ে ধারালো অস্ত্র উদ্ধার করেছে। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

FREE ACCESS

Related Articles