রাজ্যের খবর

ফলাফলে কারচুপির অভিযোগ, ৫লোকসভা ও সন্দেশখালি বিধানসভা নিয়ে মামলা করবে তৃণমূল

Trinamool will file a case against Lok Sabha and Sandeshkhali Assembly

The Truth of Bengal: রাজ্যের ৫লোকসভা কেন্দ্রের ফল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,২০২১-র নন্দীগ্রাম বিধানসভার মতোই কাঁথি,তমলুকে বিজেপি কারচুপি করেছে।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম না উল্লেখ করে তিনি সরব হন। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বিস্ফোরক অভিযোগ করেন, ”কাঁথি-তমলুকে ভোট হয়নি, রিগিং হয়েছে। কাঁথিতে তৃণমূল প্রার্থী জেতার পর জেলার অবজার্ভার সার্টিফিকেট দিচ্ছেন না। নন্দীগ্রামের ভোটে যা হয়েছিল, তমলুকেও তাই হয়েছে। ণনাকেন্দ্রের কাছে  একেবারে রাজ্য পুলিশকে ঘেঁষতে দেয়নি।” এই অভিযোগ করে হুঁশিয়ারির সুরেই তৃণমূল সুপ্রিমো বলেন, ”আমি এর বদলা নেব।” একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা  মনে করেন, রাজ্যের একাধিক লোকসভা কেন্দ্রে  বিজেপির গাজোয়ারির প্রতিফলন ফলাফলে দেখা গেছে বলে। জনাদেশ প্রতিফলিত হয়নি বলেও বিজেপি  বিরোধী শিবির মনে করছে।

তাই  এবার তৃণমূল  বিচার পেতে আদালতে যেতে চাইছে ঘাসফুল শিবির। মূলতঃ ৫টি লোকসভা ও ১টি বিধানসভা কেন্দ্র নিয়ে তৃণমূল মামলা করতে চলেছে। কাঁথি,তমলুক,বিষ্ণুপুর,পুরুলিয়া,বালুরঘাট লোকসভার মতোই সন্দেশখালি বিধানসভা নিয়েও মামলা দায়ের করতে চায় তৃণমূল কংগ্রেস।বলা যায়,কাঁথিতে তৃণমূল কংগ্রেসের উত্তম বারিকের  সঙ্গে বিজেপির সৌমেন্দু অধিকারীর কাঁটায় কাঁটায় টক্কর হয়,তমলুকে বিজেপির  অভিজিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে লড়েন তৃণমূল কংগ্রেসের  দেবাংশু ভট্টাচার্য,বিষ্ণুপুরে  সৌমিত্র খাঁয়ের সঙ্গে জোরদার লড়াই হয় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের,পুরুলিয়ায়   জ্যোর্তিময় সিং মাহাতোর সঙ্গে লড়াইতে ছিলেন শান্তিরাম মাহাতো,বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে টাফ ফাইটের মুখে ফেলেন বিপ্লব মিত্র।একইসঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালিতে দুই দলের তীব্র লড়াই হয়।তবু সন্দেশখালিতে বিজেপি লিড পায়।এই বিধানসভাটি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখন ফের গণনায় আর্জি জানিয়ে আদালতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।  আদালতে এই বিষয়ে ন্যায়বিচার মিলতে পারে বলে আশায় রয়েছেন সর্বভারতীয়  তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা।

Related Articles