রাজ্যের খবর
দুদফায় এপাস ওপাস ধপাস হয়েছে বিজেপি, তোপ মমতার প্রধানমন্ত্রীকে প্রচারমন্ত্রী বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর
Trinamool supremo sarcastically calls Top Mamata's prime minister as propaganda minister

The Truth of Bengal: দিল্লি থেকে উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ,কেরল,কর্ণাটক সর্বত্র হাওয়া ঘুরে গেছে।এবার সব মানুষ বলছেন,বিজেপি হঠাও দেশ বাঁচাও।তাই দুদফায় এপাস-ওপাস ধপাস হয়েছে বিজেপি। আর ক্ষমতায় আসতে পারবে না তারা।যতই নরেন্দ্র মোদি বলুন,ইসবার ৪০০পার,আসলে তারা পগারপার হয়ে যাবে। খড়গ্রামের সভা থেকে তিনি সব অংশের মানুষকে প্রচার মন্ত্রীকে নির্বাচিত না করার আবেদন করেন।দেশে বদলের কথা বলার পাশাপাশি দিল্লিতে পরিবর্তনের জন্য বিজেপি বিরোধী ভোট ভাগ না করার আহ্বান জানান তৃণমূল সুপ্রিমো।কারণ তিনি বুঝিয়ে দেন, সিপিএম-কংগ্রসকে ভোট দিলে বিজেপির হাত শক্ত হবে। মূল্যবৃদ্ধি থেকে মানুষের স্বার্থে আর নয় বিজেপি,এই ডাক গ্রাম-শহর সর্বত্র ছড়িয়ে দেওয়ার বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।