রাজ্যের খবর

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু তৃণমূল নেতার, বিক্ষোভে জনগণ

Trinamool leader died after being crushed by the wheels of a lorry, people protested

Truth Of Bengal: করিমপুর থানার অন্তর্গত করিমপুর বাজার এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী লরির চাকায় আটকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার ফলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে। যখন বিজন ঘটক (৫৫), একজন তৃণমূল নেতা বাজার থেকে রুটি ও তড়কা কিনে বাড়ি ফিরছিলেন সেই সময় কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী একটি লরি করিমপুর বাজারের কাছে তার মোটরসাইকেল সহ তাকে লরির চাকায় আটকে টেনে নিয়ে যায়।

এলাকাবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে তৎক্ষণাৎ লরিটিকে থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক পালিয়ে যায়। এলাকাবাসীরা দ্রুত লরির নিচ থেকে মোটরসাইকেল এবং বিজন ঘটককে বের করেন, তবে করিমপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শোকে আচ্ছন্ন হয়ে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে লরিটিতে আগুন ধরিয়ে দেয়। করিমপুর থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

যদিও এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারেও এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয় বাসিন্দারা শোকাহত পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।

Related Articles