রাজ্যের খবর

প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রচার শুরু তৃণমূল কংগ্রেসের

Trinamool Congress started campaigning as soon as the name of the candidate was announced

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর প্রচার। এদিকে ইতিমধ্যে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ২০ টি লোকসভা কেন্দ্রে বিজেপিও প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আর এখন প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সোমবার সকালে ধূপগুড়িতে দেওয়াল লিখন ও মিছিলের মাধ্যমে প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এদিন ধূপগুড়ি পৌরসভার ১০ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরুপ দের নেতৃত্বে দেওয়াল লিখন ও মিছিল হয়।

এদিকে এই মুহূর্তে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় কোলকাতাতে রয়েছেন। তবে তার অনুপস্থিতিতেই প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন বলেও দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।

এবিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অরুপ দে বলেন,” ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে প্রায় সাড়ে হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এবার আমরা ১৫-২০ হাজার ভোটে ধূপগুড়ি বিধানসভা তাকে লিড দিয়ে দিল্লি পাঠাবো।”

FREE ACCESS

Related Articles