
The Truth of Bengal: ইলিশ শিকারের লক্ষ্যে সমুদ্রে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দুটি ট্রলার। দিঘা মোহনায় মাছ ধরে ফেরার পথে ট্রলার দুটি চড়ায় ধাক্কা লেগে উলটে যায়। একটি অন্নদাময়ী এবং অপরটি শিবানী। প্রায় ৩০ জন মৎস্যজীবী ছিলেন ট্রলার দুটিতে। তাঁরা শংকরপুরে কাছে পাড়ে উঠেছেন। ট্রলার দুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে ইলিশের মরশুমে দুটি ট্রলারডুবির ঘটনায় বড়সড় আর্থিক ক্ষতি মুখে।
১৫ জুন থেকে ব্যান্ড পিরিয়ড অর্থাৎ ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পরেই মৎস্যজীবীরা ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিলেন দূর সমুদ্রে। বুধবার ঝড়বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বৃষ্টি চলতে থাকায় ট্রলারগুলি একসঙ্গে দিঘা মোহনায় ঢোকার চেষ্টা করছিল। তখনই চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় ট্রলার দুটি। স্থানীয় মানুষ এবং অন্যান্য মৎস্যজীবীরা সাঁতরে পাড়ে ওঠেন।
দীঘা-শংকরপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘা মোহনায় ড্রেজিংয়ের কাজ না হওয়ায় মূলত এই দুর্ঘটনা। এটা জোড়া ধাক্কা।একদিকে ইলিশ শিকারের লক্ষ্য ধাক্কা খেল আর অন্যদিকে,আর্থিক লোকসানের বোঝা চাপল ট্রলার মালিকদের মাথায়। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রলার ও অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। ইলিশ ধরে ফেরার পথে এত বড় দুর্ঘটনা হওয়ায় ইলিশপ্রেমীদের বড় মন খারাপ।