রাজ্যের খবর

আজ মা বিপত্তারিণীর পুজো, কী কী নিয়ম মানলে তুষ্ট হন দেবী জানেন কি?

Today is the worship of Maa Bipattarini, do you know what rules the goddess is satisfied with?

The Truth Of Bengal : বীরভূম : পার্থ দাস : রথযাত্রার পর আজ রয়েছে বিপত্তারিণী পুজো। মূলত আষাঢ় মাসের মঙ্গলবার ও শনিবার পড়ে বিপত্তারিণী পুজো। রথের পরেই বিপত্তারিণী পুজো মূলত এই পুজো দুর্গা মন্দির অথবা কালীমন্দিরে পূজিত হয়। মিস্টার সাথে পুজোর জন্য আয়োজন করা হয়। ১৩ রকমের ফুল রকমের ফল। প্রসঙ্গত এই পুজোর মূল উদ্দেশ্য হলো সংসারের মঙ্গল কামনা এবং বিপদ থেকে মুক্ত করার জন্য বিপত্তারিণী রূপে পুজো করা হয় দেবী দুর্গা থেকে মা কালীকে। তাই আজ বীরভূমের প্রতিটি দুর্গা মন্দির ও অথবা কালী মন্দিরে পূজিত হবে বিপত্তারিণী দুটি দিনেই পুজো করা হয়। প্রথমটা হয় মঙ্গলবার দ্বিতীয়টি হয় শনিবার। কেউ কেউ মঙ্গলবারে বিপত্তারিণী পুজো করেন আবার কেউ শেষ দিন শনিবারে বিপত্তারিণী পালন করেন।

শুধু ১৩ রকম ফল ফুল দিয়ে পুজো নয় বিপদ থেকে রক্ষার জন্য পরিবারের সদস্যরা তাদের পরিজনকে পুজো করে আনা লাল সুতো হাতে বেঁধে দেন বিপদ রক্ষার জন্য। মূলত এই পুজো বাড়ির গৃহবধূ থেকে শুরু করে সন্তানের মা পূজো করে আসেন উপবাস থেকে সেই পুজো দিয়ে আসেন। ছেড়ে ১৩ রকমের ফুল ১৩ রকমের ফল সহ খুব মোমবাতি দিয়ে পুজো করেন সংসারের মঙ্গল কামনা এবং সন্তানের বিপদ থেকে রক্ষার জন্য মা বিপত্তারিণীর সরণাপন্ন হয়। যেখানে গতকাল থেকেই বিপত্তারিণী পুজো উপলক্ষে আগুন ছোঁয়া দাম রয়েছে। ফলের বাজারে আনারস থেকে শুরু করে বিভিন্ন রকমারি ফলের দাম উর্ধ্বমুখী বাজারে।

যেমন আনারসের দাম প্রায় ৬০ থেকে ৭০ টাকা পিস আপেল ১০০ টাকা কেজি আম ৭০ থেকে ৮০ টাকা কেজি এছাড়াও কলা থেকে শুরু করে অন্যান্য ফলের দাম আগুন ছোঁয়া আগুন ছোঁয়া ফলের দাম থাকলেও মা বিপত্তারিণীকে সন্তুষ্ট করার জন্য ১৩ রকমের ফল ও মিষ্টি কিনে পুজো দিতে গতকালকে বাজারে ভিড়ে জমিয়েছিল। যাতে কোনোভাবেই পূজোর খামতি না থাকে ঘরের গৃহবধূ থেকে শুরু করে দাম থাকলেও বিপত্তারিণীকে সন্তুষ্ট করতে পুজো দেন হাতে বিপদের দড়ি বেঁধে বিপদ থেকে রক্ষার করার জন্য আহ্বান করা হয় এই মা বিপত্তারিণীকে। প্রসঙ্গত রথের পরই অর্থাৎ আষাঢ় মাসে পুজো করা হয় দেবী বিপত্তারিণীকে এবারও তাই রথের পরেই মঙ্গলবার ও শনিবার দিন ধার্য হয়েছে বিপত্তারিণী পূজার। সকাল থেকেই বীরভূমের প্রতিটি দুর্গা মন্দির থেকে শুরু করে কালীমন্দিরে পাড়া থেকে শহরের গ্রাম থেকে বড় মন্দির গুলিতে ভিড় জমেছে মহিলাদের।

Related Articles