শেফিল্ড নগরী হাওড়াতে আজ কর্মহীন বিশ্বকর্মা। খরচ বাঁচাতে ছোট হচ্ছে প্রতিমা
Today in Howrah, Sheffield city is idle Vishwakarma. The idol is getting smaller to save costs

Truth Of Bengal: হাওড়া, দেবাশীষ গুছাইত: শিল্পের শহর হাওড়া। যে শহর কলকাতা থেকেও আরো সুপ্রাচীন। হুগলি নদীর তীরে অবস্থিত হওয়ায় একসময় শিল্প-বাণিজ্য সমৃদ্ধ হাওড়া তকমা পেয়েছিল এশিয়ার শেফিল্ড নামে। আর বর্ধিত শিল্পে যুক্ত শ্রমিকদের জন্য ১৮৫৭ সালে শুধুমাত্র হাওড়া শহরের জন্য প্রবর্তিত হয়েছিল “হাওড়া অফেন্স অ্যাক্ট”।
১৮৫৪ সালে হাওড়া স্টেশন প্রতিষ্ঠা হলে হাওড়া জেলার শিল্পক্ষেত্রে জোয়ার আসে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে ইঞ্জিনিয়ারিং ও ফাউন্ড্রি সহ বিভিন্ন ভারী শিল্পে হাওড়া শহরের উৎকর্ষ ও ব্যাপকতা বিচার করে একে এশিয়ার শেফিল্ড বলা হত। এক সময় হাওড়া শিল্পাঞ্চলকে বলা হত ‘শেফিল্ড অফ ইস্ট’। মূলত এখানকার ইঞ্জিনিয়ারিং শিল্পের অসংখ্য ছোট বড় কারখানার নাম ছিল গোটা দেশজুড়ে। স্বভাবতই প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগে এই সব কারখানায় আয়োজন থাকত তুঙ্গে।
জাঁকজমকপূর্ণভাবে পালিত হত বিশ্বকর্মা পুজো। বিশাল আকারের বিশ্বকর্মা মূর্তির পাশাপাশি আলোয় ঝলমল করে উঠত এখানের কারখানাগুলি। শুধু তাই নয়, এই সময়ে কর্মীদের বোনাসও দেওয়া হত। পুজোর দিনে সারাদিন খাওয়া দাওয়া হইহুল্লোড় লেগেই থাকত শিল্পাঞ্চলে। আর এই বছর একাধিক ব্যবসায়ীরাই এবার ছোট আকারের বিশ্বকর্মার মূর্তি এনে পূজা সারছেন নম নম করে।
অসিত কুমার চ্যাটার্জী হাওড়া ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, ব্রিটিশ দের সময়ে হাওড়া কে শিল্প নগরী বলা হত বর্তমান সময়ে বড় শিল্প নেই যা আছে তাতে কাজ নেই। সরকার যদি বড় শিল্প আনে তাহলে মাঝরি, ছোট শিল্প গুলো কাজ পায়। বার্ন কোম্পানি, আরতি কটন মিল সহ বড় বড় কম্পানি ছিল তখন কার সময়ে ৭ দিন ধরে অনুষ্ঠান হত ছোটরা বাবা দাদু দের হাত ধরে আসতেন ২ দিন ধরে যাত্রা হত খাওয়া দাওয়া হত এখন আর নেই।
ঠাকুর প্যান্ডেল লোক খাওয়া দাওয়া নিয়ে খরচ প্রায় এক লক্ষ এর বেশি কোথায় পাবে ছোট খাট লেদ কারখানার মালিক । তিনিও পূজো ও ছোট করে করছেন। পোদড়ার এক জাহাজ কারখানার কর্ণধার হরেন পাত্র জানান হাওড়ার শিল্প গুলো অবস্থা খারাপ যার ফলে ঠাকুর ছোট হয়ে যাচ্ছে শ্রমিক এর সংখ্যা কমে যাচ্ছে বাহিরে চলে যাচ্ছে। আগে শ্রমিকরা ১৬ ঘন্টা করে কাজ পেতো কোম্পানিতে প্রোডাকশন হত কোম্পানির আয় হত এখন সেই পরিমাণে অনেক কমে গেছে। একটা পূজায় খরচ আছে সেই খরচ করার করতে পারেন না।