কুলতলিতে ফের বাঘের আতঙ্ক ! ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের
Tiger scare again in Kultali! Local residents lose sleep

Truth Of Bengal: কুলতলিতে ফের বাঘের আতঙ্ক! শনিবার রাএে বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে। মাতলা ও মাকড়ি নদীর সংযোগ স্থল পেরিয়ে বাঘটিকে গ্রামের ধান খেতের ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে। আতঙ্ক ছড়ায় এলাকায়। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় বনদপ্তর ও পুলিশে। বাঘটিকে ধরার জন্য আপাতত তিনটি খাঁচা পাতা হয়েছে। এলাকায় শুরু হয়েছে নজরদারি।
শনিবার কুলতলির মৈপীঠ-বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নগেনাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণরায়। তাতে রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এক মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। এলাকায় বাঘের ছাপও দেখা গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরে। খবর পেয়েই জাল ও খাঁচা নিয়ে গ্রামে আসে বনদপ্তরের কর্মীরা। খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়ি থেকে বেরতে নিষেধ করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। তার কাছ বাঘের কথা শোনার পর ভীত গ্রামবাসীরা খবর দেন পুলিশ এবং বন দফতরকে। রাতেই ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। গিয়েছিল পুলিশও। রবিবার সকাল থেকে খোঁজ চলছে বাঘের। তবে এখনও দেখা মেলেনি।
প্রশাসন সূত্রে খবর, এ বার কুলতলির দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক শুরু হয়েছে। লোকালয়ে একটি বাঘ ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে। তার পর রাত থেকে অভিযান চলছে বন দফতর এবং পুলিশের। বাঘ ধরতে রাতেই খাঁচা বসানো হয়েছে। কিন্তু এখনও খাঁচাবন্দি হয়নি বাঘ। অন্য দিকে, এলাকার মানুষ ভীত এবং সন্ত্রস্ত। বাঘ যাতে লোকালয় অথবা লোকালয় সংলগ্ন এলাকায় চলে যেতে না পারে, সে জন্য জাল দিয়ে কয়েকটি জায়গা ঘেরার কাজ শুরু হয়েছে।