থানার পাশেই চুরি, আরামবাগে ঘটে গেল দুঃসাহসিক ঘটনা
Theft next to the police station! A tragic incident happened in Arambagh

Truth Of Bengal: দুঃসাহসিক চুরির ঘটনার সাক্ষী থাকলো হুগলির আরামবাগ। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চুরির ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। থানার পাশের মুদিখানা দোকানে নগদ সহ লক্ষাধিক টাকার মাল সামগ্রী চুরির অভিযোগ।
জানা গিয়েছে, প্রথমে জানালার গ্রিল কেটে উপরে উঠে পর পর তিনটি ফ্লাটের দরজায় ছিটকিনি লাগিয়ে তারপর চলে দোকানে লুঠপাট। অভিযোগ উঠেছে, গ্যাস কাটার দিয়ে দোকানের তালা কাটা হয়, এবং তার পর দোকানে থাকা নগদ প্রায় এক লক্ষেরও বেশি টাকা ও বেশ কিছু মাল সামগ্রী চুরি করা হয়েছে।
সকালে ঘুম থেকে উঠে বাইরে বেড়াতে গিয়ে দোকানদাররা দেখেন যে বাইরে থেকে তাদেরকে লক করে দেওয়া হয়েছে। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে নিচে নেমে দেখে তাদের দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের মালিক নবকুমার নন্দী সহ পরিবারের অন্যান্য সদস্যদের অভিযোগ, থানার দেওয়ালের পরেই তাদের পাইকারি মুদিখানার দোকান।
তার পরেও কিভাবে চুরির ঘটনা ঘটে? একদিকে যেমন পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনি অন্যদিকে ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আরামবাগ জুড়ে। যদিও ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।