রাজনীতিরাজ্যের খবর

পদযাত্রায় বর্ষবরণ মুখ্যমন্ত্রীর, নিজস্ব আঙ্গিকে জনসংযোগ চালসায়

The Trinamool supremo is currently in North Bengal campaigning for the polls

The Truth of Bengal: ভোটের প্রচারে এই মুহূর্তে উত্তরবঙ্গে আছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালসায় অন্যরকম মেজাজে দেখা গেল তাঁকে। মানুহসের মাঝে মিশে উদযাপন করলেন নববর্ষ। চালসা টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু করেন। মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দু’ধারে প্রচুর মানুষ ভিড় করে। মুখ্যমন্ত্রীকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানোর পাশাপাশি উলুধ্বনি দেন মহিলারা। ভোটের প্রচারের মাঝে নববর্ষ উদযাপন। চালসায় অন্যরকম মেজাজে দেখা গেল তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার দুপুরে চালসা টিয়াবন এলাকা থেকে জাতীয় সড়ক ধরে পদযাত্রা শুরু করেন তিনি। মঙ্গলবাড়ি বাজার হয়ে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে রাস্তার দু’ধারে প্রচুর মানুষের জমায়েত হয়। মুখ্যমন্ত্রীকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানান। উলুধ্বনি দেন স্থানীয় মহিলারা।

পদযাত্রার মাঝে বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন মমতা। এদিন উৎসবের মেজাজে জনসংযোগ করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। ভোটের প্রচারের মাঝে এমন পদযাত্রা হলেও কোনও দলীয় পতাকা রাখা হয়নি। বাংলা নববর্ষ উদযাপনে সমাজের সর্বস্তরের মানুষ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে তা সুনিশ্চিত করতেই এমন উদ্যোগ। এদিনের পদযাত্রায় প্রায় দেড় কিলোমিটার হেঁটে স্বকীয় আঙ্গিকে জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে কোথাও থেকে ধামসা মাদল বাজাতে যেমন দেখা যায়, তেমন আদিবাসী শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলান তিনি। এবারই প্রথম পয়লা বৈশাখ পালিত হচ্ছে রাজ্য দিবস। এ সংক্রান্ত কেন্দ্রীয় অনুষ্ঠানটি কলকাতার রবীন্দ্রসদনে হলেও চালসায় বর্ষবরণ করেন উদযাপন মুখ্যমন্ত্রী।

লোকসভা ভোটের প্রচার যখন তুঙ্গে, সেই সময় উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এমন সাংস্কৃতিক কর্মকাণ্ড রাজনৈতিকভাবে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। গত দু’সপ্তাহ ধরে প্রায় টানা উত্তরবঙ্গে রয়েছেন মমতা। গত ৩১ মার্চ মধ্যরাতে টর্নেডোর ধাক্কায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জলপাইগুড়ি ছুটে এসেছিলেন মমতা। সেই থেকে দু’-একদিন বাদ দিলে টানা প্রায় ২ সপ্তাহ তিনি উত্তরবঙ্গেই রয়েছেন। প্রথম তিনদিন তিনি নিজে বিপর্যয়স্থলে দাঁড়িয়ে থেকে ত্রাণকাজের তদারকি করেন। তারপর উত্তরবঙ্গজুড়ে জনসংযোগ ও কয়েকটি নির্বাচনী সভা করেন। আগামী ১৫ ও ১৬ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সভা আছে তাঁর। পরে শিলিগুড়িতে পদযাত্রা সেরে ১৭ তারিখ মমতা অসমে দলীয় প্রার্থীদের প্রচারে যাবেন। সেখান থেকে ফিরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদে প্রচারে যাবেন বলে জানা গিয়েছে। বাঙালির নববর্ষে রাজনৈতিক প্রচার ভুলে অন্যরকম মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

Related Articles