পঞ্চায়েত দফতরে এবার বদলির নীতি কার্যকর
The transfer policy is effective in the Panchayat office

The Truth Of Bengal : পঞ্চায়েত দফতরে এবার বদলির নীতি কার্যকর হচ্ছে। নবান্ন সূত্রে খবর, যে নিয়ম রয়েছে সেই নিয়মকে যথাযথভাবে কার্যকর করা হবে। কোন আধিকারিক তিন বছরের বেশি সময় থাকলে অন্যত্র বদলি করা হবে। বিভিন্ন ক্ষেত্রে আধিকারিকদের বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে আসে, বদলির নিয়ম কার্যকর হলে তা বন্ধ করা যাবে।
নিয়মমাফিক বদলির নীতি কার্যকর করতে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে।
ইতিমধ্যেই বদলির নীতিকে কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন বছর বা তার অধিক সময় পদে অতিক্রান্ত হলে এই নিয়ম বলে বদলি বাধ্যতামূলক। সেই ধরনের অফিসারকে বদলির আওতায় পড়তে হবে। রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে এই বিষয়ে। নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভার সবুজ সংকেতের পরেই নির্দেশ কার্যকর করা হয়েছে।
রাজ্যে মহরম নির্বিঘ্নে পালন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের তৎপরতা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের নবনিযুক্ত ডিজি রাজীব কুমার। মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম নিয়ে সম্প্রীতির কথা। মুখ্যমন্ত্রীর সুরেই বলেন, “আমাদের যে স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় রেখে যেন সবাই মহরম উৎসব পালন করি।” ডিজির বার্তা, “মহরম-সহ বিভিন্ন উৎসবে পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা মাথায় রাখবেন। আইন শৃঙ্খলা বজায় রাখতে সকলকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। পুলিশ-প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি নিয়েছে। মহরমের সকালে নিজে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।