রাজ্যের খবর

মালদার এই শিক্ষকের পুরোনো নেশাই তাকে এলাকাবাসীর কাছে জনপ্রিয় করে তুলেছে

The old addiction of this teacher of Malda has made him popular among the locals

The Truth Of Bengal : মালদা : অভিষেক দাস :- কেমন দেখতে ছিল নব্বইয়ের দশকের ক্যামেরা। সেই ক্যামেরায় কি ভাবে ছবি তোলা হত। ভারতের স্বাধীনতার আগে ও পরের সময়ের বেশ কিছু ক্যামেরা প্রদর্শীত করছেন মালদার এক স্কুল শিক্ষক। আর পুরনো দিনের এই ক্যামেরা দেখতে ভিড় আট থেকে আশি সকলের।

সেই সময়ের বিভিন্ন নামিদামি কোম্পানির এই ক্যামেরাগুলি। বর্তমানে এই ক্যামেরা আর দেখার কোনো সুযোগ নেই। তবে মালদার পেশায় স্কুল শিক্ষক সন্দীপ কাঞ্জিলালের প্রচেষ্টায় এইগুলো দেখার সুযোগ হচ্ছে। পেশায় ইতিহাসের শিক্ষক হলেও তাঁর নেশা পুরোনো দিনের দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করা। মালদা সহ ভারত ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে খুঁজে তিনি প্রাচীন ক্যামেরা সংগ্রহ করেছেন।‌ অধিকাংশ ক্যামেরা তিনি টাকার বিনিময়ে কিনে নিয়েছেন।

সেগুলিকে নিজের হেফাজতে সযত্নে রেখে দিয়েছেন। বিভিন্ন প্রদর্শনী হলে তিনি এই সমস্ত ক্যামেরা গুলি নিয়ে যান সেখানে। তাঁর উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে জানানো আগের দিনের ক্যামেরা ঠিক কেমন ছিল দেখতে কিভাবে সেগুলি কাজ করতো। কারণ বর্তমান আধুনিক যুগের ক্যামেরার সঙ্গে প্রাচীন যুগের ক্যামেরার অনেক ফারাক রয়েছে। আর বর্তমান প্রজন্ম সেই প্রাচীন ক্যামেরা সাধারণত কোথাও দেখতে পাবে না। তাই তাঁর এমন প্রচেষ্টা।আর তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছেন মালদা বাসী।

Related Articles