বাম আমলে জলপাইগুড়িতে তৈরি অসম্পূর্ণ সেতুর কাজ শেষ করতে উদ্যোগ রাজ্যে সরকারের
The initiative of the state government to complete the work of the incomplete bridge built in Jalpaiguri during the left period

The Truth Of Bengal: সেতু তৈরি হলেও সংযোগকারী রাস্তা তৈরি হয়নি। তাই বাম আমলে তৈরি হওয়া সেতু এখনও ব্যবহার করার সুযোগ পাচ্ছিল না এলাকার মানুষ। আগের সরকারের অসম্পূর্ণ কাজ শেষ করতে উদ্যোগ নিল রাজ্যের সরকার। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে সেই সেতুর সংযোগকারী রাস্তা হয়ে গেলে অনেক উপকার হবে এলাকার মানুষের। আর ঘুরপথে যেতে হবে না তাদের।
বাম আমলের তৈরি হয়েছিল সেতু। তবে সেই সংযোগকারী রাস্তা করা হয়নি। ফলে সেতু হলেও মানুষের সুরাহা হয়নি কিছুই। সেই সেতুর সংযোগকারী রাস্তা তৈরি করার উদ্যোগ নিল বর্তমান সরকার। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তা দাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি গ্রামে বাম আমলে তৈরি করা হয়েছিল সেতুটি। মানুষের অনেক দিনের দাবি মেনে সেতুটি তৈরি করা হয়েছিল। কিন্তু, সংযোগকারী রাস্তা তৈরি না হওয়ায় এতদিন বেশ আশপাশের গ্রামের মানুষকে ঘুরপথে যেতে হত শিলিগুড়ি বা জলপাইগুড়ি। তাই দাবি উঠছিল সংযোগকারী রাস্তা তৈরি করার। রাস্তা করবার উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত সমিতির অর্থ তহবিল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হবে যোগাযোগ কারী রাস্তা। কাজের সূচনা করেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়। বিধায়ক জানান, রাজ্যের তৃণমূল সরকারের হাত ধরে রাজগঞ্জে এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন। মানুষের দাবি মেনে বাম সরকারের অসম্পূর্ণ কাজ এবার সম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হল। সেতুর সংযোগকারী রাস্তার কাজের সূচনা হল। এই কাজ সম্পূর্ণ হলে আশপাশের সব গ্রামের মানুষের সুবিধা হবে।
মানুষের সুরাহার জন্য সেতু তৈরি করা হয়েছিল। কিন্তু, সেই সেতু মানুষের কোনও কাজে আসছিল না। তৈরি হয়ে দীর্ঘদিন ধরে পড়েছিল। অবশেষে সেতুর সংযোগকারী রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে সেতুটি ব্যবহার করতে পারবে এলাকার মানুষ। তখন আর ঘুরপথে যেতে হবে না তাদের।