রাজ্যের খবর

দুর্গাপুরে ফোর-লেন রাস্তার শিলান্যাস, যানজটমুক্ত পরিবেশ ও উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের

The foundation stone of a four-lane road in Durgapur is laid, an important step towards a traffic-free environment and development in the state.

Truth Of Bengal: পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্প নগরীর গান্ধী মোড় থেকে ফিলিপ্স কার্বন কারখানার রোটারি পর্যন্ত নতুন ফোর-লেন রাস্তার শিলান্যাস করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সমবায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী , বিশিষ্ট শিল্পদ্যোগী তথা এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত , এ ডি ডি এর মুখ্য নির্বাহী আধিকারিক রাজু মিশ্র, দূর্গাপুরের মহকুমা শাসক ডা: সৌরভ চ্যাটার্জী ,দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর চেয়ারম্যান সুভাষ মন্ডল, দুর্গাপুর পৌরনিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি।

অনুষ্ঠানে এডিডিএ র চেয়ারম্যান কবি দত্ত বলেন, শিল্পাঞ্চলের ব্যস্ত রাস্তা থেকে যানবাহনের চাপ কমাতে ও শহর অঞ্চলের মানুষদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি ফোর লেন হওয়ার খুব প্রয়োজন ছিল। নতুন রাস্তাটির বিশেষত্ব হবে নির্মাণকার্যে, রাস্তার ধারে যেমন কিয়স্ক থাকবে তেমনি রাস্তার মাঝখানে থাকবে পরিবেশের ভারসাম্য রাখতে নানা গাছ গাছালি l দুর্গাপুরের গান্ধী মোর সংলগ্ন এ রাস্তাটি সিটি সেন্টার থেকে ডিভিসি মোড় পর্যন্ত শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা l

এ রাস্তাটি এসডিও বাংলোর পাশ দিয়ে ডি ভি সি মোড়কে ছুঁয়ে যাবে l রাস্তাটি নির্মাণ করতে খরচ হবে আনুমানিক ৭০ লক্ষ টাকা l স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সমবায়, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার বলেন, এডিডিএ ও দুর্গাপুর পৌর নিগম যৌথভাবে শহরের উন্নয়নের ক্ষেত্রে সদা সচেষ্ট l তারই ফলস্বরূপ এই রাস্তা নির্মাণ করা হচ্ছে যা আগামীতে সকলের কাজে লাগবে।

Related Articles