রাজ্যের খবর

ভোটের ফলাফল ঘোষণার পরের দিন উত্তপ্ত ভাঙড়, তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

The day after the announcement of the election results, there was a lot of excitement in the area surrounding the recovery of fresh bombs

The Truth Of Bengal : ভাঙড়ে আবার উদ্ধার তাজা বোমা। বোম উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা। আইএসএফ নেতার বাড়ির কাঠের ঘর থেকে উদ্ধার বোমা। ভাঙড়ের হাতিশালা মিদ্দেপাড়ার ঘটনা। ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ।

বুধবার দুপুরে হাতিশালা মিদ্দেপাড়ার আইএসএফ নেতা লালচাঁদ মোল্লার কাঠের ঘরে একটি বালতিতে প্রায় ১২টি তাজা বোমা দেখেন স্থানীয়রা। খবর রটতেই জমা হয় স্থানীয়রা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পোলেরহাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় তৃণমূলের দাবি এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য বোমা জমা করে ছিলো এই আইএসএফ নেতা। আইএসএফের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্তে পোলেরহাট থানার পুলিশ।।

Related Articles