রাজ্যের খবর
হাওড়ার তুলো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত এলাকাবাসী
Terrible fire in Howrah cotton factory, residents panic

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার কান্দুয়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, কান্দুয়া সন্ধিপুরের কাছে একটি কটনমিল কারখানায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলো । স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে আজ শুক্রবার বিকাল আনুমানিক ৫:৩০ মিনিট নাগাদ আগুন দেখা যায়। ওই কারখানাটিতে যেহেতু তুলো মজুত ছিল দাহ্য বস্তু থাকার জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দমকল কে খবর দিলে ২ টি ইঞ্জিন এসে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কি কারণে আগুন লাগলো স্পষ্ট কারণ জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হবে বলে মনে করা হচ্ছে ।