রাজ্যের খবর

ডুয়ার্সে লেপার্ডের আক্রমণে জখম চা শ্রমিক

Tea worker injured in leopard attack in Dooars

Truth Of Bengal: লেপার্ডের আক্রমণে জখম চা শ্রমিক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, ডুয়ার্সের মেচপাড়া চা বাগানে। জানা গিয়েছে, এদিন কাজ করার সময় চা বাগানের নালা থেকে একটি লেপার্ড মহিলা শ্রমিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফুলমায়া লামা নামে ওই চা শ্রমিক রায়মাটাং বাইশ ধুড়া চা বাগানের বাসিন্দা। তিনি মেচপাড়া চা বাগানে অস্থায়ী শ্রমিক বিঘা হিসেবে কাজ করে।

এদিন ওই অস্থায়ী শ্রমিক ফুলমায়া লামা বাগানে কাজ করছিলেন।  ঐ সময় একটি লেপার্ড এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ফুলমায়ার আর্তনাদ শুনে অন্যান্য শ্রমিকরা দৌড়ে এলে লেপার্ডটি পালিয়ে যায়। শ্রমিকরা ফুলমায়াকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

Related Articles