সুপ্রিম ধাক্কা পার্থ চট্টোপাধ্যায়ের, জামিন আবেদন খারিজ প্রাক্তন শিক্ষামন্ত্রীর
Supreme shock Parth Chatterjee, former education minister's bail plea rejected

Truth Of Bengal: নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সিটি রবি কুমার ও বিচারপতি উজ্জল ভুনিয়ার ডিভিশন বেঞ্চ ইডির প্রতি হলফনামা দাখিলের নির্দেশ দেয়। এক সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে, এবং তার ভিত্তিতে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে। কালীপুজোর আগে পার্থের জামিন পাওয়ার সম্ভাবনা এখন ক্ষীণ।
ইডি জানিয়েছে, ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তারা একটি বড় দুর্নীতির মামলা করছে। ইডির আইনজীবী এসভি রাজু জামিনের বিরোধিতা করেন, যা আদালতের দৃষ্টি আকর্ষণ করে।
এদিকে, বুধবার বিকাশ ভবনে সিবিআইয়ের একটি তল্লাশির ফলে ‘গুরুত্বপূর্ণ’ নথি উদ্ধার হয়েছে, যা পার্থের টেট দুর্নীতির সঙ্গে তার প্রত্যক্ষ যোগের সম্ভাবনা বৃদ্ধি করেছে। মঙ্গলবার সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে পার্থকে জেরা করেছে।
গত জুন মাসে সিবিআই বিকাশ ভবনে ব্যাপক তল্লাশি চালিয়েছিল, যার ফলস্বরূপ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হয়। সেসব নথিতে প্রাথমিক নিয়োগ পরীক্ষার (TET) অযোগ্য প্রার্থীদের নাম ছিল, যা থেকে ইঙ্গিত মিলেছে যে পার্থ কিছু অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়ার প্রক্রিয়ায় জড়িত ছিলেন।
এখন সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে নজর রাখবে সবাই, যখন ইডির হলফনামা দাখিল হবে।