ভোটের আগে অপসারিত পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার
Superintendent of Police of West Medinipur removed before the polls

The Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দুটি লোকসভা রয়েছে, ঘাটাল ও মেদিনীপুর। দুটি লোকসভায় ভোট ষষ্ঠ দফায় অর্থাৎ ২৫ শে মে। আর ভোটের ঠিক পাঁচ দিন আগে হঠাৎই তড়িঘড়ি বদলি করা হল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। ২০ মে সন্ধ্যায় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়। যেখানে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে একটি নোটিশ পাঠানো হয়েছে, যাতে লেখা রয়েছে নির্বাচনের কাজের সাথে যুক্ত নয়, এমন কোন পদে বদলি করতে হবে তাকে।
পাশাপাশি নির্দেশিকা এও বলা হয়েছে, মঙ্গলবার ১১ টার মধ্যে ৩ জন উপযুক্ত আইপিএস অফিসারের নাম পাঠাতে হবে। আর ওই ৩ জন আইপিএস অফিসারের মধ্য থেকে ১ জনকে বেছে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হবে। তবে তড়িঘড়ি পুলিশ সুপারের বদলি নিয়ে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ ২০২৩ সালের ৯ ই মার্চ, মেদিনীপুর জেলার দায়িত্ব গ্রহণ করেছিলেন ধৃতিমান সরকার। তবে প্রথম থেকেই শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ এর অভিযোগ ছিল এই তরুণ আইপিএস অফিসারের বিরুদ্ধে! তাদের অভিযোগ আইপিএস ধৃতিমান সরকার, তৃণমূলের সেকেন্ডইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এর খুব ঘনিষ্ঠ! তবে সেই আইপিএস অফিসারকে এবার নির্বাচন কমিশনারের বদলির নির্দেশ দেওয়ায়, জেলা জুড়ে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।