Success Story : জয়েন্টে জয়জয়কার নদিয়ায়, একাধিক সফল পরীক্ষার্থী এই জেলার
Success Story : In Joint Joyjoykar Nadia, many successful candidates of this district

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : এবার জয়েন্ট এন্ট্রাস ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করল হালিশহর জেটিয়া গ্রাম পঞ্চায়েতের নান্না হাসপাতাল রোডের বাসিন্দা শুভ্রদীপ পাল। সে কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুলের ছাত্র। ছেলের সাফল্যে অত্যন্ত খুশি বাবা নিশীথ পাল ও মা শিপ্রা পাল। যদিও শুভ্রদীপ এখন বাড়িতে নেই। কলকাতার জগদীশ বসু সায়েন্স ইনস্টিটিউশনে তিনদিনের ক্যাম্পাসিংয়ে যোগ দিয়েছে। শুভ্রদীপের বাবা নিশীথ পাল বলেন, আশা করেছিলাম ছেলে ভালো ফল করবে। তবে এত ভালো ফল করবে ভাবিনি। সবসময় ছেলেকে মনের জোর দিতেন বলে দাবি কৃতী পড়ুয়ার মা শিপ্রা পালের।
দ্বিতীয় স্থান আধিকারিক করেছে কল্যাণী এক্সপেরিমেন্টালের ছাত্র সুভ্রদীপ পাল। আর এই খবর আসার পর হালিশহরের বাড়িতে খুশির হাওয়া। যদিও সুভ্রদীপ এই মুহূর্তের একটি কলকাতার জগদীশ চন্দ্র বোস ইনস্টিটিউটে একটি ক্যাম্পে রয়েছে। ইঞ্জিনিয়ারিং এ দ্বিতীয় স্থান অধিকার করে উচ্চমাধ্যমিকে ৯২ পার্সেন্ট নম্বর পেয়েছিল সে। অন্যদিকে কৃষ্ণনগরেও খুশির হাওয়া রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করল কৃষ্ণনগরের বিবস্বান বিশ্বাস। সূত্রের খবর কৃষ্ণনগর ৫ নম্বর ওয়ার্ড কাঁঠালপোতা এলাকার বাসিন্দা। সে পড়তো বিশপ মেরো স্কুলে।