রাজ্যের খবর

ফের উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়

Student's hanging body recovered again, in a sensitive area

Truth Of Bengal: কোচবিহার এন জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের হোস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য  ছড়াল এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রের নাম কৃষাণ কুমার। গতকাল গভীর রাতে ৩০৪ নাম্বার রুমে তার সহপাঠীরা ঝুলন্ত দেহ দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।

এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করে। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আরও জানা যায়, মৃত ওই পড়ুয়ার বাড়ি বিহারে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিহার থেকে পরিবার আসার পরেই ময়নাতদন্তের পর পড়ুয়ার মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

কোচবিহারের এন জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ নির্মল কুমার মণ্ডল জানান, রাত বারোটার পর ইন্টার্ন হস্টেল থেকে ফোন আসে তাঁর কাছে। সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। পুলিশ রাতেই এসে তা উদ্ধার করে নিয়ে যায়। খবর দেওয়া হয়েছে মৃতের বাবাকে। কিন্তু কি কারণে মারা গেল ওই ছাত্র তা জানা যায়নি।

Related Articles