রাজ্যের খবর

মাঝেরহাটে সিগন্যাল বিভ্রাট, প্রথম দিনে বিপাকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

Signal outage in Majerhat, higher secondary exam candidates in trouble on first day

Truth mof Bengal: উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুর দিনেই রেল বিভ্রাট। মাঝেরহাট স্টেশনে সিগন্যালিং বিভ্রাটের কারণে সকাল সাড়ে ৭টা নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। এর ফলে মাঝেরহাট, আলিপুর, বজবজ, টালিগঞ্জসহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। কর্মব্যস্ত সপ্তাহের শুরুতেই সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা।

তবে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ থেকেই শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা, যেখানে রাজ্যের ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার প্রথম দিনেই রেল পরিষেবায় ব্যাঘাত ঘটায় অনেক পরীক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়ে যান—সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন তো?

রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও অনেকেই বিকল্প পথে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর চেষ্টা করেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আধঘণ্টার মধ্যে ট্রেন চলাচল শুরু হলেও তা ছিল ধীরগতির, ফলে যাত্রীদের দুর্ভোগ কমেনি।

এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডের প্রতিবাদে SFI-এর ডাকে আজ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলছে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে পুলিশ কড়া নজর রাখছে। পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পরীক্ষার প্রথম দিনেই রেল বিভ্রাট, ধর্মঘট—এই সব বাধা অতিক্রম করেই পরীক্ষার্থীদের এগিয়ে যেতে হচ্ছে। তবে শিক্ষা দফতর এবং প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।

Related Articles