রাজ্যের খবর

আরজি কর কান্ডের আবহে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, গবেষক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্বভারতীতে

Sensational information disclosed in the atmosphere of RG kar case, allegation of torture of research student in Visva Bharati

Truth Of Bengal: বিশ্বভারতীর নৃতত্ত্ব বিভাগের গবেষক ছাত্রী হাতে পোস্টার নিয়ে শুক্রবার উপাচার্যের দপ্তরে অবস্থানে বসলো।একদিকে আর জি কর কাণ্ড নিয়ে তোলপার রাজ্য। তারই মাঝে এবার রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ গবেষক ছাত্রীর। যা নিয়ে উপাচার্যের দফতরে অবস্থান ছাত্রীর।

খুব স্বাভাবিকভাবেই নতুন করে চাঞ্চল্য বিশ্বভারতীতে।বিশ্বভারতীর নৃতত্ত্ব বিভাগের গবেষক ছাত্রীর অভিযোগ, বিগত এক বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক অর্ণব ঘোষ। ছাত্রীর আরো অভিযোগ, তার গবেষণার ক্ষেত্রে থিসিস সাবমিশন করতে দেওয়া হচ্ছে না।

আগামী ১৯শে আগস্ট তার রেজিস্ট্রেশনের শেষ তারিখ। তার আগে গবেষণার বিষয়বস্তু সাবমিট না করতে পারলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। স্বাভাবিকভাবেই ছয় বছর ধরে গবেষণার পরিশ্রম বৃথা যাবে। অন্যদিকে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে এমনটাই দাবি করেছেন নির্যাতিতা ওই ছাত্রী। যদিও এই বিষয়ে অভিযুক্ত অধ্যাপক এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। এই বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করতে চাইনি।

Related Articles