পিকনিকে আনন্দ করতে গিয়ে চলল রিভলবার থেকে গুলি! ধৃত ২
People were shooting from revolvers while enjoying a picnic! 2 arrested

Truth Of Bengal: পিকনিকে মজা করতে বন্দুক লাগে নাকি? সাথে সেই বন্দুক থেকে চলল গুলি। এমনই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার শিবদাসপুর থানা এলাকার ভবাঘাটিতে।
জানা যাচ্ছে, রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন সেখানে এক আম বাগানে পিকনিক চলাকালীন গানের তালে তালে বন্দুক থেকে গুলি চালানো হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। অভিযুক্ত ওই দুই ব্যাক্তির নাম প্রদীপ বর্মন ও সুরজিৎ হালদার। পেশায় তারা বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, এদিন ওই এলাকায় একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। তবে পিকনিক চলতে চলতে আচমকাই এক বিকট শব্দ শুনতে পায় এলাকার বাসিন্দারা। তখন তারা দেখে পিকনিকে গুলি চালানো হয়েছে। এই ঘটনায় চরম আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। এরপর তারা এসে ওই দুই ব্যাক্তিকে গ্রেফতার করে। এবং তাদের কাছ থেকে ১টি সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ওই দুই ব্যক্তিকে সোমবার আদালতে পেশ করে ৭ দিনের হেফাজতে চেয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, পিকনিকে মজা করে গুলি চালিয়েছে তারা। তবে তারা পিস্তল কোথা থেকে পেল তা জানার চেষ্টা করছে পুলিশ।
পিকনিকে আনন্দ করতে গিয়ে চলল রিভলবার থেকে গুলি! ধৃত ২ pic.twitter.com/Gwh8MdoD5C
— TOB DIGITAL (@DigitalTob) January 27, 2025
তবে এই ঘটনায় বিজেপি নেতা সজল ঘোষ বলেন, খোঁজ নিয়ে দেখুন ওরা তৃণমূল করে। দুষ্কৃতীরা জানে এখন রাজ্যে তাদের সরকার চলছে। তাই গোবলয়ের মতো প্রকাশ্যে গুলি চালাচ্ছে। কদিন পরে দেখবেন আফগানিস্তানের মতো AK 47 নিয়ে মাঠে নেমেছে এরা। অবিলম্বে এই সরকারকে না সরালে এই দিন দেখতে হবেই।
গত সপ্তাহে মালদার মানিকচকে ভলিবল ট্যুর্নামেন্টের উদ্বোধনে তৃণমূল নেতা ও পুলিশের উপস্থিতিতে শূন্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে উদ্যোক্তাদের বিরুদ্ধে। সেই ঘটনায় আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করলেও যারা গুলি ছুড়েছিল তাদের গ্রেফতার করার ক্ষমতা এখনও হয়নি পুলিশের। উলটে স্থানীয় তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, ‘ছেলেরা আবেগের বশে এই কাজ করে ফেলেছে।’