রাজ্যের খবর

খাঁদড়ায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত বহু মানুষ

Passenger bus in Khandra accident, many people injured

Truth Of Bengal: মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: শনিবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের মন্তেস্বরের খাঁদড়া মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। যার ফলে ঘটনায় বেশ কিছু যাত্রী আহত হয়েছে ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনার জেরে আহত বাসযাত্রীদের কে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি মেমারি মালডাঙ্গা সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় বাসটির গতি স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল। আচমকা বাসটির সামনে একটি ডাম্পার চলে আসে। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনে থাকা একটি ডাম্পার টিকে সজোরে ধাক্কা মারে। এর ফলে বাসে থাকা যাত্রীরা সিট থেকে ছিটকে পড়েন। খবর পেয়ে পুলিশ এবং স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করে। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন আতঙ্কে রয়েছে।

স্থানীয়দের দাবি সেই সময় বাসটি পাশ কাটিয়ে কোনওভাবে বেরিয়ে যেতে পারেনি সামনে থাকা ডাম্পার টিকে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে যাত্রীদের আর্তনাদ শুনে প্রথমে স্থানীয়রা ছুটে আসেন। পরে সেখানে পৌঁছায় পুলিশ। এই ঘটনার জেরে ওই এলাকায় মালডাঙ্গা মেমারি রোড বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয়। পরে দুর্ঘটনাস্থল থেকে বাস সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Related Articles