মুখ্যমন্ত্রীর নির্দেশে জনগর্জন সভা, তার প্রস্তুতি শুরু বিভিন্ন জেলায়
On the instructions of Chief Minister Jangarjan Sabha, its preparation started in various districts

The Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ১০ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও তার প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে।
২য় মার্চ, শনিবার রানীনগর বিধানসভার ইসলামপুর বাজার এলাকায় তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই দিন এই সভার সভাপতিত্ত করেন রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। এছাড়া ঐ দিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল কর্মী ও নেতৃত্ব।
এদিনের এই প্রস্তুতি সভা মঞ্চ থেকে বিধায়ক সৌমিক হোসেন জানান ১০ তারিখ ব্রিগেড সমাবেশে ১০ হাজার মানুষ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে চলেছেন মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভার মানুষজনও সর্বদাই তার সঙ্গে রয়েছেন।
FREE ACCESS