আগামী মাসেই অ্যাকাউন্টে ঢুকবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা, চলছে জোর প্রস্তুতি
Next month, the money of Bangla Bari project will enter the account, preparation is going on

Truth Of Bengal: নবান্নর তরফে আগামি ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তার জন্য এই যোজনার তালিকার অন্তর্ভুক্ত যারা তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করতে হবে। ১৮ই নভেম্বরের মধ্যে সমীক্ষার কাজ শেষ করতে হবে।
২৮শে নভেম্বরের মধ্যে স্থির করে ফেলতে হবে কারা কারা এই প্রকল্পের বাড়ি পাওয়ার যোগ্য। এই তালিকায় যাদের নাম রয়েছে তারা এই প্রকল্পের বাড়ি পাওয়ার যোগ্য কিনা। জানা যাচ্ছে ২৯শে নভেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক, এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে।
গ্রাম স্তরে ওই তালিকাকে ১১ই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা। ১৩ই ডিসেম্বরের মধ্যে ওই তালিকাকে অনুমোদন দেওয়া হবে ব্লক অফিস থেকে। ১৬ই ডিসেম্বরের মধ্যে ওই সামগ্রিক তালিকাকে অনুমোদন দেবে জেলা স্তরের কমিটি তারপরে ২৩শে ডিসেম্বরের মধ্যে ফান্ড আসার জন্য ব্যবস্থা করতে হবে। যাতে প্রথম কিস্তির টাকা ২৩শে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ডিসেম্বর মাস থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা, তার জন্যই চলছে প্রস্তুতি।