মেয়ে কেন?”— সদ্যজাতের মুখে বিষ! অভিযুক্ত ঠাকুমা
এই ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও চাঞ্চল্য ছড়িয়েছে
Truth Of Bengal: কন্যা সন্তান জন্ম দেওয়ার ‘অপরাধে’ সদ্যোজাত নাতনির মুখে বিষ ঢেলে খুনের চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়গ্রাম জেলায়। জেলার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার অন্তর্গত তালগ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ। অভিযোগ, কন্যা সন্তান জন্মানোর অপরাধে সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে খুনের চেষ্টা করেছেন তারই ঠাকুমা। এই ঘটনায় এলাকায় তীব্র নিন্দা ও চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুনঃ তিলোত্তমার গড়িয়া-পাটুলিতে ভাসমান বাজারে পুরনো রূপ নেই, কেমন আছে স্বপ্ননগরী?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক ২২ বছর বয়সী যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন এক নাবালিকা (১৬ বছর)। চেন্নাইয়ে কিছুদিন থাকার পর অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি বাপের বাড়িতে ফিরে আসেন এবং সম্প্রতি একটি কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতককে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে গেলে শুরু হয় মানসিক অত্যাচার। পরিবারের অভিযোগ, “ছেলে নয়, মেয়ে সন্তান জন্ম দিয়েছে”— এই কারণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন শাশুড়ি এবং সদ্যজাত শিশুর মুখে বিষ ঢেলে দেন বলে অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, এই ক্ষোভের বশেই সদ্যোজাত শিশুকন্যার মুখে বিষ ঢেলে দেন তার ঠাকুমা মালা মল্লিক।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
বিষক্রিয়ার ফলে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় পড়লে তাকে প্রথমে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে শিশুটিকে দ্রুত ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্র জানাচ্ছে, পেট পরিষ্কারের পরেও শিশুটি তীব্র শ্বাসকষ্ট ও খিঁচুনিতে ভুগছে। বর্তমানে শিশুটি সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে গভীর রাতেই ঝাড়গ্রাম জেলা পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। এই বিষয়ে বেলিয়াবেড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ঠাকুমা মালা মল্লিককে দ্রুত গ্রেফতার করে বেলিয়াবেড়া থানার পুলিশ। আজ, অর্থাৎ রবিবার দুপুরে ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে মহামান্য বিচারক অভিযুক্তের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
ঘটনার পর থেকে এলাকার বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। কন্যা সন্তানকে কেন্দ্র করে এমন ঘটনা আধুনিক সমাজেও ঘটতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।






