রাজ্যের খবর

বিধাননগর থেকে উদ্ধার জাতীয় পাখি, কোথা থেকে এল? চাঞ্চল্য এলাকায়

National bird rescued from Bidhannagar, where did it come from? In the sensational area

The Truth Of Bengal : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগর থেকে উদ্ধার ময়ূর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়লো গোটা এলাকায়।

জানা গিয়েছে এদিন এক ব্যক্তি তার বাড়ির ছাদে একটি ময়ূর দেখতে পান। এর পরেই ওই ব্যক্তি ময়ূরটি উদ্ধার করে এবং তড়িঘড়ি খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনা চলে যায় বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে ময়ূর টিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে বিধাননগর থানার পুলিশের তরফ থেকে খবর দেওয়া হয় বনদপ্তরকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেছুটে যায় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।এরপর বন কর্মীরা গিয়ে ময়ূরটিকে উদ্ধার করে বনবিভাগে নিয়ে যায়। ঘোষপুকুর রেঞ্জ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ময়ূর টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তবে তার আগে শারীরিক পরীক্ষা করা হবে। তবে কোথা থেকে ময়ূরটি লোকালয়ে এলো তা খতিয়ে দেখছে পুলিশ ও বনদপ্তর।

Related Articles