রাজ্যের খবর

হলং বনবাংলো পুড়ে যাওয়ার ঘটনায় উত্তরবঙ্গে এলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা

Minister of State for Forests Birbaha Hansda came to North Bengal in the incident of the burning of Holong forest bungalow.

The Truth Of Bengal :  হলং বনবাংলো পুড়ে যাওয়ার ঘটনায় উত্তরবঙ্গে এলেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা‌। এদিন কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন হলংয়ের ঘটনায় তদন্ত চলছে। একটি টিম বানিয়ে তদন্ত করা হচ্ছে এবং টিমও এসেছে।

তদন্ত যতক্ষণ পর্যন্ত না শেষ হয়েছে ততক্ষণ কিছুই বলা যাবে না। আগামী দিনে বনবাংলো রক্ষণাবেক্ষণ নিয়ে গতকাল বৈঠক করা হয়েছে এবং এখন থেকেই সচেতন হয়ে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরপর তিনি সড়ক পথ দিয়ে সোজা চলে যান আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আলিপুরদুয়ারে বনদপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি।

Related Articles