মা মঙ্গলচণ্ডীর পুজো কেন করা হয় জানেন? জেনে নিন এই পুজোর মাহাত্ম্য আর ব্রতকথা
Mangalchandi Vrat of Jaistha month starts from today, know the greatness and Vrat Katha of this puja

The Truth Of Bengal : বীরভূম, পার্থ দাস : প্রতিবছর জৈষ্ঠ মাসের বাড়ির গৃহবধূরা সংসারের মঙ্গল কামনায় দেবীর ব্রত অনুযায়ী মঙ্গলচন্ডী পূজা করে আসেন। তাই আজ থেকে শুরু হল প্রথম মঙ্গলবার জৈষ্ঠ্য মাসের। প্রতিবছরে মাসে পাঁচটা করে মঙ্গলবার হয়। আর গৃহবধূরা ঘরের মঙ্গল কামনায় ছেলে মেয়ের সুস্থতা কামনায় মূলতই পূজো হয় করে আসেন ,দুর্গা মন্দির অথবা কালী মন্দিরে। যেখানে বাড়ির গৃহবধুরা ফল মিষ্টি ফুল ফুল সুসজ্জিত করে পুজোর ডালি সাজিয়ে মঙ্গল চন্ডীর ব্রত করতে ভিড় জমান মন্দির গুলিতে।
পুজোর শেষে ,তারপর পাঁচালী পাঠের পর পুষ্পাঞ্জলি দেওয়ার পর মঙ্গলচন্ডীর মঙ্গলবার এর ব্রত পালন করা হয়। মূলত এই ব্রত মঙ্গল বার করা হয় ।তাই জৈষ্ঠ্য মাসের এই ও ব্রতকে বলা হয় মঙ্গলচন্ডীর ব্রত। মূলত এই ব্রত অনেক নিয়ম করেই পালন করা হয়। যদি এই ব্রতর কোন ত্রুটি হয় তাহলে এই নেমে আসে সংসারের অমঙ্গল তাই গৃহবধুরা নিষ্ঠার সাথে উপবাস থেকে এই ব্রত পালন করে দুপুরে চিরে মিষ্টি ফল খেয়েব্রত ভাঙ্গার পর রাত্রে ফল মিষ্টি খেয়ে থাকতে হয়। কোনোভাবেই ভাত বা নিরামিষ অন্য গ্রহণ করা হয় না সেই ব্রত তে। প্রথম মঙ্গলবার করেও কোন কোন গৃহবধূর শেষ মঙ্গলবারও করে মাঝের তিনটি মঙ্গলবার বাদ দিয়ে দেয়। তবে প্রথম মঙ্গলবার করলেই শেষ মঙ্গলবার করতে হয়।