Lok Sabha Election 2024 : নজরে বসিরহাট, ভোট কর্মীরা চলেছেন বুথে বুথে
Lok Sabha Election 2024 : Basirhat in sight, poll workers are moving from booth to booth

The Truth Of Bengal, মন্টু সাহাজি, বসিরহাট : রাত পোহালেই বসিরহাটে ভোট। বসিরহাট ডিসিআরসি সেন্টার থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি বুথ ও ভোটার সংখ্যার নিরিখে বসিরহাট লোকসভার অন্তর্গত সবচেয়ে বড় বিধানসভা বসিরহাট দক্ষিণ। আর সেই বসিরহাট দক্ষিণ বিধানসভার ডিসিআরসি সেন্টার বসিরহাট হাইস্কুলে ভোটের ঠিক একদিন আগে থেকেই তুঙ্গে ব্যস্ততা। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ভোট কর্মীরা সকাল থেকে ভিড় জমিয়েছেন এই ডিসিআরসি সেন্টারে। তারা ইভিএম মেশিন ও ভিভি প্যাট পরীক্ষা করে টাকি ও বসিরহাট পৌর এলাকার পাশাপাশি বসিরহাট এক নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েতের বিভিন্ন বুথে রওনা দেওয়া শুরু করেছেন। এই বিধানসভায় রয়েছে মোট ২৯০টি বুথ। মোট ভোটার ২,৮০,১০৮। যার মধ্যে পুরুষ ভোটার ১,৪১,২৬৩, মহিলা ভোটার ১,৩৮,৮৩৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮।
প্রসঙ্গত, চলছে লোকসভা নির্বাচনের মরশুম। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রক্রিয়া। তবে বেশ কিছু জেলায় এখনো নির্বাচন প্রক্রিয়া বাকি রয়েছে যার কারণে এখনো নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা।