রাজ্যের খবর

মিষ্টি কিনতে গিয়ে বিপত্তি, মোটর সাইকেলের টুল বক্স থেকে উধাও লক্ষাধিক টাকা

Lakhs of rupees disappeared from the tool box of the motor cycle

The Truth of Bengal: মোটর সাইকেলের টুল বক্সে রাখা ৬ লক্ষ ১০ হাজার টাকা উধাও। এমন ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত এসপি মোড় এলাকায়। এমন ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন মুরালপুরের ধান ব্যবসায়ী বিমল মন্ডল। তিনি মঙ্গলবার সিউড়ির দুটি ব্যাংক থেকে টাকা তুলে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে যান এবং সেখান থেকে এসপি মোড়ের কাছে থাকা একটি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে ঢোকেন।

তিনি ব্যাংক থেকে তোলা টাকা রেখেছিলেন নিজের মোটর বাইকের টুল বক্সে। মিষ্টি কিনতে ঢোকার সুযোগকে কাজে লাগিয়ে দুজন দুষ্কৃতী এসে ওই ব্যবসায়ীর মোটরবাইকের টুল বক্স কেটে টাকা নিয়ে উধাও হয়ে যান।

মিষ্টি কিনে নিজের মোটরবাইকের কাছে এসে ওই ব্যবসায়ী দেখতে পান তার মোটর বাইকের টুলবক্স খোলা এবং টাকার ব্যাগ নেই। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য ছড়াই। পরে ওই ব্যক্তি সিউড়ি থানায় এসে অভিযোগ দায়ের করেন। পুলিশের তরফ থেকে এমন ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Related Articles