মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিনামূল্যে বাস পরিষেবা চালু করল কৃষ্ণনগর পৌরসভা
Krishnanagar Municipality launched free bus service on the inspiration of Chief Minister

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার পক্ষ থেকে বিনামূল্যে স্কুল বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই পরিষেবাটি শুধুমাত্র ছাত্রীদের জন্য নির্ধারিত হয়েছে। যেখানে কৃষ্ণনগর পৌরসভা এলাকার সমস্ত স্কুলের ছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়া এবং ছুটির পরে বাড়ি পৌঁছে দেওয়া হবে।
কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান এই উদ্যোগটির সম্পর্কে বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে এই বাস পরিষেবার আরো সংখ্যা বাড়ানো হবে এবং ছাত্রদের জন্যও একই পরিষেবা চালু করার বিষয়ে চিন্তাভাবনা করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা ছাত্রীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে দেখা যাচ্ছে এবং এতে তারা অত্যন্ত আনন্দিত।
তিনি আরো জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ তিনি নিয়েছেন, মুখ্যমন্ত্রী সব সময় নারী সুরক্ষায় একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছেন, তার অংশ হিসেবে এবং দলের কর্মী হিসেবে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে বাস পরিষেবার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব।