ক্রমশ বাড়ছে শক্তি, মালদা থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘রেমাল’?
Increasing strength, how far from Malda Cyclone 'Remal'?

The Truth Of Bengal : মালদা:- ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে সুপার সাইক্লোন রেমাল মালদা জেলায় আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ২৭ সে এপ্রিল সকালে এই ঝড় মালদা জেলা জুড়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যা ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগ থাকবে এমনটাই জানাচ্ছেন মালদা জেলা আবহাওয়া দপ্তর।
মালদা জেলা আবহাওয়া দপ্তরের আধিকারিক তপন কুমার দাস জানান ইতিমধ্যে সুপার সাইক্লোন রেমাল বাংলাদেশের খেপি পুরা থেকে ৮০০ কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী থেকে ৮১০ কিলোমিটার দূরে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।২৬ এপ্রিল সন্ধ্যেবেলা বাংলাদেশের খেপি পুরা পশ্চিমবঙ্গের ক্যানিং উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে রেমাল সুপার সাইক্লোন আছড়ে পড়বে। ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে এই ঝড় বইবে তেমনটাই সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এর প্রভাব পড়বে।জেলায় জেলায় ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।২৪ঘন্টা এই নিম্নচাপের প্রভাব থাকবে সমস্ত জেলায়।
তবে মালদা জেলার ক্ষেত্রে ২৭ এপ্রিল সকালে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে এই ঝড় আছড়ে পড়বে।সে ক্ষেত্রে নির্দিষ্ট কোন কাজ না থাকলে বাড়ির বাইরে যাতে কেউ না বের হয় সে ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই মৎস্য ব্যবসায়ী থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তর, অগ্নি নির্বাপন দপ্তর, সকলের সঙ্গে আলোচনা করেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ পিযুষ সালুঙ্খে। তিনি জানান ২৬ ২৭ তারিখ সমস্ত নৌকা হাটে নৌ চলাচল বন্ধ থাকবে। রেমালের প্রভাব মালদা জেলায় পড়লে হবিবপুর ও গাজলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।।