শিল্পায়নের লক্ষ্যে যোগাযোগ বৃদ্ধি, রাজ্য সড়ক সম্প্রসারণে প্রশাসন
Increased communication for industrialization

The Truth of Bengal: দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও শিল্প গড়ার কাজ চলছে। উত্তরবঙ্গের পর্যটনের মতোই তথ্যপ্রযুক্তিতেও উত্তরোত্তর শ্রীবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নানা শিল্পের বিকাশের দরজাও খুলছে। পশ্চিমবঙ্গের জিডিপিতে পর্যটনের অবদান প্রায় ১৩ শতাংশ। অতএব নিঃসন্দেহে বলা যায় যে পশ্চিমবঙ্গের জিডিপির ক্ষেত্রে পর্যটন এক গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে থেকে মোট ৩,৭৬,২৮৮ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গের পর্যটন শিল্পে পশ্চিমবঙ্গে আয় ও জিডিপির ক্ষেত্রে অনেকটা বড় জায়গা করে নিয়েছে।
- ছোট-মাঝারি শিল্পের প্রসারে তৈরি হচ্ছে নতুন রাস্তা
- সড়ক পথে যোগাযোগ বাড়াতে এগিয়ে এসেছে প্রশাসন
- রাজ্য সড়কের গতি বাড়াতে ইসলামপুরে সড়ক সম্প্রসারণ
- ৭ কিলোমিটার রাস্তা সম্প্রসারণে ব্যয় প্রায় ২৩কোটি টাকা
- সময়ে এই কাজ শেষ করা যাবে বলে প্রশাসনের কর্তারা আশা করছেন।
এবার পর্যটন আর চা এর ওপর নির্ভর করে থেমে থাকবে না উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের শিক্ষাগত হার ভাল হওয়ায় জ্ঞানভিত্তিক শিল্পের প্রসারের সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের মধ্যে
- দার্জিলিঙের শিক্ষাগত হার ৭৯.৫৬ শতাংশ
- জলপাইগুড়ির শিক্ষাগত হার ৭৩.২৫ শতাংশ
- কোচবিহারের শিক্ষাগত হার ৭৪.৭৮ শতাংশ
- উত্তর দিনাজপুরের শিক্ষাগত হার ৫৯.০৭ শতাংশ
- শিক্ষাগত হার নজরে রেখেই আইটি হাব তৈরি
- রাজারহাটের ধাঁচে আইটি হাব তৈরি হবে
এই অবস্থায় প্রশাসনের এই কর্মতত্পরতা যোগাযোগের সুযোগ বাড়াচ্ছে বলা যায়।