রাজ্যের খবর

মুর্শিদাবাদে আবারও বেআইনি অস্ত্র উদ্ধার, গ্রেফতার তিন দুষ্কৃতী

Illegal weapons recovered again in Murshidabad, three miscreants arrested

Truth of Bengal: মুর্শিদাবাদ যেন বেআইনি আগ্নেয়াস্ত্রের আতুঁরঘর হয়ে উঠেছে! মঙ্গলবার দুটি আলাদা অভিযানে পুলিশ উদ্ধার করল চারটি দেশি পিস্তল ও পাইপগান, সঙ্গে একাধিক তাজা কার্তুজ। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্রগুলি কোথা থেকে এল, কী উদ্দেশ্যে এগুলি মজুত করা হচ্ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রথম অভিযানে সাগরপাড়া থানার পুলিশ তেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম ডালিম শেখ ও মিঠুন সরকার। ডালিমের কাছ থেকে ৮ ইঞ্চি লম্বা একটি সেমি-অটোম্যাটিক দেশি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার হয়েছে। অন্যদিকে, মিঠুনের কাছ থেকে ১১ ইঞ্চি লম্বা একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এগুলি সম্পূর্ণ বেআইনি অস্ত্র। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

দ্বিতীয় অভিযানটি হয় ডোমকল থানার এলারার আলিনা নগরে। নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায় এবং সন্দেহভাজন গাজলু শেখকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকেও দুটি দেশি সিঙ্গল শটার বন্দুক ও কার্তুজ উদ্ধার হয়। এরপরই গাজলুকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ, বুধবার আদালতে তোলা হবে।

পুলিশ এখন খতিয়ে দেখছে, অভিযুক্তরা কেন এই আগ্নেয়াস্ত্র মজুত করছিল? কে বা কারা এই অস্ত্র সরবরাহ করছে? মুর্শিদাবাদে কীভাবে এত অস্ত্র ঢুকছে? তদন্ত চলছে, আশা করা হচ্ছে শীঘ্রই এই বেআইনি অস্ত্র চক্রের উৎস সন্ধান মিলবে।

Related Articles